শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে বঙ্গবন্ধু স্মৃতিসংঘে তালা আ.লীগের প্রতিবাদ সভা 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বঙ্গবন্ধু স্মৃতিসংঘে তালা আ.লীগের প্রতিবাদ সভা 

নোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজার বঙ্গবন্ধু স্মৃতি কল্যাণ সংঘে তালা ঝুলিয়ে দেয়া, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী ইউনিয়ন আ.লীগকে পাশ কাটিয়ে উপজেলা চেয়ারম্যানের অনুগত ও হাইব্রিড নেতাদের মাধ্যমে বিতরণের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

গত রোববার রাতে উপজেলার ডাক্তার বাজার বঙ্গবন্ধু স্মৃতি কল্যাণ সংঘে আ.লীগ নেতা ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় নোয়াখালী  ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগ নেতা মো. কামাল উদ্দিন। এতে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রহমান রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুস শহিদ সুমন, ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরের পরের দিন শুক্রবার সন্ধ্যায় ডাক্তার বাজার বঙ্গবন্ধু স্মৃতি কল্যাণ সংঘে ঈদ পুর্ণমিলনীর আয়োজন করে আ.লীগের নেতাকর্মীরা। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের শালিকার জামাতা বোরহান উদ্দিন বঙ্গবন্ধু স্মৃতি কল্যাণ সংঘের সাটারে তালা ঝুলিয়ে দিয়ে ঈদ পুণর্মিলনী বানচাল করার চেষ্টা করে। 

এসময় দলীয় নেতাকর্মীরা তালা খুলে ঈদ পুণর্মিলনী করতে গেলে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বোরহান আ.লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে। হানলায় যুবলীগ নেতা মো. ফারুক ও রাজু আহত হয়।

বক্তারা আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণে উপজেলা পরিষদ চেয়ারম্যান কিলবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে কোন সমন্বয় না করে অবৈধভাবে সরকারি চাল উপজেলা পরিষদ চেয়ারম্যানের আত্মীয় বোরহানের মাধ্যমে ডাক্তার বাজার বঙ্গবন্ধু স্মৃতি কল্যাণ সংঘে এনে বিতরণ করে। এসব ঘটনার প্রতিবাদ জানান বক্তারা। 

এ বিষয়ে বোরহান উদ্দিন বলেন, উপজেলা নেতাদের সিদ্ধান্তে চাল বিতরণ করা হয়েছে, মারধরের কোন ঘটনা ঘটেনি।

টিএইচ